হিরো আলম বিজেপিতে যোগ দেননি: পার্থ

স্টাফ রিপোর্টার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বাংলাদেশ জাতীয় পার্টিতে (বিজেপি) যোগ দেননি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান বলেন, হিরো আলম বিজেপিতে যোগ দিয়েছেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন নিউজ সঠিক নয়।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। এরও আগে তিনি বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না- বিভিন্ন সময় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো দলে যোগ দেবেন না বলে জানিয়ে আসছেন। সম্প্রতি আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর আন্দালিব রহমান পার্থের বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *