ভ্যাট ও আয়কর থেকে রাজস্ব আহরণে ঘাটতি

স্টাফ রিপোর্টার

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভ্যাট বাড়ানো হয়েছে মোবাইল, অ্যালুমিনিয়াম, এলপিজি সিলিন্ডারসহ একাধিক পণ্যে। বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ালেও এ খাত থেকে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি রয়েছে অর্থবছরের প্রথম মাসে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জুলাইয়ে ভ্যাট আদায়ে ঘাটতি ৩২৯ কোটি টাকা। ওই মাসে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৭ হাজার ৯৮৩ কোটি টাকা, এর বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। এছাড়া প্রথম মাসে শুল্ক, ভ্যাট ও আয়কর থেকে মোট রাজস্ব ঘাটতি ১ হাজার ৮৬৬ কোটি টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়।

জুলাইয়ে আয়কর ও ভ্রমণ কর থেকে আদায়ের লক্ষ্য ছিল ৭ হাজার ২৮১ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ২১৪ কোটি টাকা। আয়করে ঘাটতি ২ হাজার ৬৭ কোটি টাকা। বাজেটে কাজুবাদাম, খেজুর, লিফট ও এস্কেলেটর, সিমেন্ট ক্লিংকারসহ ইত্যাদি পণ্য আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। যার আমদানিতে রাজস্ব আদায়ে উদ্বৃত্ত রয়েছে। এ খাতে জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৭ হাজার ১৬২ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৯৪ কোটি টাকা। অতিরিক্ত আদায় হয়েছে ৫৩১ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন কর্মকর্তা বলেন, ‘অর্থবছরের শুরুতে সাধারণ আয়কর থেকে রাজস্ব আহরণ কম হয়। তবে বছরের শেষদিকে এ খাত থেকে আদায় বাড়বে। তবে মূল্যস্ফীতি ও বিভিন্ন খাতে ভ্যাট বাড়ানোর ফলে এ খাতে রাজস্ব বেশি আদায় হওয়ার দরকার ছিল। এনবিআরও কাজ করছে ভ্যাটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা তুলনায় ইতিবাচক প্রবৃদ্ধির জন্য।’ তিনি আরো বলেন, ‘বাজেটের পর বন্দরে পণ্য খালাস বাড়ায় আমদানিতেও রাজস্ব আদায় বেড়েছে।’

এনবিআরের ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর কাস্টমস শুল্ক বা আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব থেকে আহরণের লক্ষ্য ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা। ভ্যাট থেকে আদায়ের লক্ষ্য ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর থেকে আদায়ের লক্ষ্য ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা। গত অর্থবছরে (২০২২-২৩) রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছিল ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা। এ অর্থবছরে ঘাটতি ছিল ৩৮ হাজার ৪৯৮ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *