বার্সেলোনার ঘাম ঝরানো জয়
বার্সেলোনা নতুন আসরে পেলো তাদের প্রথম জয়। তবে কাদিজের বিপক্ষে সে জয়টা পেতে রীতিমত ঘাম ঝরেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ২-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। ম্যাচের শেষ দিকে পেদ্রি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস।
ন্যু ক্যাম্প সংস্কারের কাজে থাকায় অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। মনে হচ্ছিল, আরেকটি ড্র অপেক্ষা করছে তাদের ভাগ্যে।
তবে পেদ্রি ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। সাবেক ম্যানসিটি অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের দুর্দান্ত পাস রিসিভ করে বল সহজেই জালে জড়ান তিনি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লেওয়ানডোস্কির ফ্লিক থেকে ব্যবধান ২-০ করেন তরেস। কাদিজের প্রতিরোধ ভেঙে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না দলটির কোচ জাভি।
বার্সেলোনা সে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল গেটাফের সঙ্গে। রোববারের জয়ের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে তারা দুই পয়েন্ট পিছিয়ে।