বছরের প্রথমার্ধে রেকর্ড উদ্বৃত্তে চীন
বছরের প্রথম ছয় মাসে চীনের চলতি হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০ কোটি ডলার। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ (এসএএফই) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)।
সম্প্রতি পাওয়া অফিশিয়াল তথ্য বলছে, প্রথমার্ধে চলতি হিসাবের উদ্বৃত্তের সঙ্গে মোট দেশজ পণ্যের অনুপাত দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে।
তথ্য বলছে, মোট পণ্য বাণিজ্যের উদ্বৃত্ত হয়েছে ২৯ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার এবং বিভিন্ন পরিষেবা বাণিজ্যের ঘাটতি হয়েছে ১০ হাজার ২১০ কোটি ডলার।
এসএএফইর উপপ্রধান ওয়াং চুনয়িং বলেন, ‘বছরের প্রথমার্ধে চীনের পণ্য বাণিজ্যের উদ্বৃত্তের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ঐতিহাসিক উচ্চতায় উঠেছে।’
তিনি বলেন, ‘পরিষেবা বাণিজ্যে ঘাটতি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। পাশাপাশি মূলধন অ্যাকাউন্টের অধীনে আন্তঃসীমান্ত পুঁজিপ্রবাহ চিত্রেও স্থিতিশীলতা এসেছে।’ ওয়াং বলেছেন, চীনা অর্থনীতি তার পুনরুদ্ধারের প্রবণতা ধরে রেখেছে এবং পুনরুদ্ধার যাত্রায় গতিও ফিরেছে। চীনের দীর্ঘমেয়াদি মৌলিক বিষয়গুলো অর্থপ্রদানে মৌলিক ভারসাম্য বজায় রাখবে।