বিলাসবহুল ওয়াটারফ্রন্ট প্রকল্প উন্মোচন করল এমার
বিখ্যাত প্রপার্টি ডেভেলপার এমার দুবাইয়ে ২ হাজার কোটি ডলারের বিলাসবহুল ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট ‘দি ওয়েসিস’ উন্মোচন করেছে। প্রকল্পটিতে চমৎকার খাল, হ্রদ ও পার্কসহ নান্দনিক সাত হাজার আবাসিক ইউ=নিট অন্তর্ভুক্ত থাকবে। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ মিনিট দূরে অবস্থিত দি ওয়েসিস দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের কাছে বিলাসবহুল ম্যানশন ও ভিলা সরবরাহ করবে। প্রকল্পটিতে হ্রদ, খাল, ওয়াটার পার্ক, জগিং ট্র্যাকসহ বিলাসবহুল সুযোগ-সুবিধা বিস্তৃত অংশ জুড়ে থাকবে। এমারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার দেশটিতে অনন্য গন্তব্য তৈরি করার লক্ষ্যের ওপর জোর দিয়েছিলেন। প্রকল্পটির উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় অভিনেতা শাহরুখ খান ব্যতিক্রমী শহর তৈরিতে এমারের কার্যক্রমের প্রশংসা করেছেন। ওয়েসিস প্রকল্পটিতে ১৫ লাখ বর্গফুটের একটি বিশাল রিটেইল এলাকাও থাকবে। অ্যারাবিয়ান বিজনেস