ভিয়েতনামের কফি রফতানি ২.২ শতাংশ কমেছে
চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনামের কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ২০ হাজার টনে, যা ১ কোটি ৭০ লাখ ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমপরিমাণ। দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এ তথ্য জানিয়েছে।
ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি উৎপাদক। রোবাস্তা কফি উৎপাদনে দেশটির অবস্থান প্রথম। জানুয়ারি-জুন পর্যন্ত ভিয়েতনাম কফি রফতানি থেকে আয় করেছে ২৪০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় ৩ শতাংশ বেড়েছে। জুনেই দেশটি দেড় লাখ টন কফি রফতানি করে। এ থেকে আয় এসেছে ৩৮ কোটি ৩০ হাজার ডলার।
ভিয়েতনামে ২০২৩-২৪ বিপণন মৌসুমে কফি উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এ পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়, সারের মূল্যবৃদ্ধি ও আবাদের পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও উৎপাদন ২০২২-২৩ মৌসুমের তুলনায় ৬ শতাংশ বাড়বে।
পূর্বাভাসে বলা হয়, উৎপাদন বাড়লেও পানীয় পণ্যটির রফতানি লক্ষণীয় মাত্রায় কমতে পারে। এর পেছনে দুটি কারণ উল্লেখ করেছে ইউএসডিএ। এর মধ্যে একটি হলো গ্রিন কফির মজুদ কমে যাওয়া। অন্যটি ইউরোপীয় ইউনিয়নের কঠোর আমদানি নীতিমালা।