নতুন ক্রিপ্টো কয়েন চালু স্যাম অল্টম্যানের

স্টাফ রিপোর্টার

নতুন ক্রিপ্টো প্রকল্প ওয়ার্ল্ডকয়েন চালু করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এ প্রকল্পের মূল বিষয় হলো এর ওয়ার্ল্ড আইডি অ্যাকাউন্ট, যা কেবল সত্যিকারের মানুষই পাবে। এ আইডি পেতে গ্রাহককে ওয়ার্ল্ডকয়েনের অর্ব (রূপালি রঙের বল আকৃতির একটি আইরিশ স্ক্যানার) ব্যবহার করে সাইনআপ করতে হবে

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওয়ার্ল্ডকয়েনের পেছনে কাজ করেছে সানফ্রান্সিসকো ও বার্লিনভিত্তিক কোম্পানি টুলস ফর হিউম্যানিটি। এ প্রকল্পের বেটা সংস্করণে আছেন ২০ লাখ ব্যবহারকারী। আনুষ্ঠানিকভাবে উন্মোচনের মাধ্যমে ২০টি দেশের ৩৫টি শহরে নিজেদের অর্বিংসংশ্লিষ্ট কার্যক্রম বাড়ানোর লক্ষ্য স্থির করেছে ওয়ার্ল্ডকয়েন।

কোম্পানির সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স ব্লানিয়া জানান, ওয়ার্ল্ড আইডির ক্রিপ্টোসংশ্লিষ্ট দিকটি গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন ক্রিপ্টো ব্লকচেইন আইডিগুলোকে এমন উপায়ে সংরক্ষণ করতে পারে, যা এগুলোর প্রাইভেসি রক্ষার পাশাপাশি কোনো একক ব্যক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায় না।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স বলছে, তারা সম্ভাব্য ট্রেডিংয়ের শুরুতে ওয়ার্ল্ডকয়েনকে তালিকাভুক্ত করবে।

অল্টম্যান রয়টার্সকে বলেন, ‘‌জেনারেটিভ এআইয়ের মাধ্যমে কীভাবে অর্থনীতি নতুন আকার পাবে, সে ক্ষেত্রেও ওয়ার্ল্ডকয়েন সহায়ক হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *