পরিচ্ছন্ন ব্যাংক নোট নীতিমালা অনুমোদন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুমোদন করা হয়েছে। পরিচ্ছন্ন নোট নীতিমালায় মোট ১৪টি লক্ষ্য ও কর্মপরিকল্পনা যুক্ত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ব্যাংক পরিচ্ছন্ন নোট পলিসি অনুমোদন করেছে।

নীতিমালার উদ্দেশ্য বাজারে নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিত, ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ড্যাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখালেখি, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা।

প্রত্যাহারকৃত নোটের বিপরীতে পরিচ্ছন্ন নোটের প্রতিস্থাপন, প্রচলিত নোটের স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *