নগদে ফি দেওয়া যাবে বিআরটিএর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যে কোনো ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে ঘরে বসে মুহূর্তেই পরিশোধ করা যাবে।

বিআরটিএর ফি পরিশোধের জন্য সম্প্রতি নগদ ও সিএনএস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার অংশ হিসেবে এখন থেকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ ও  নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বীমা এবং মোটরযানের ফিটনেস নবায়ন, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএর যে কোনো সেবার ফি এখন থেকে নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

শনিবার (২৩ জুলাই ২৩) নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর সশরীরে ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। এটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করে নিতে পারবেন।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন,  এখন থেকে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিআরটিএর ফি পরিশোধ করতে হবে না। সংবাাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *