স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তিতে ভারত ও ইন্দোনেশিয়া

স্টাফ রিপোর্টার

দ্বিদেশীয় বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার করার পরিকল্পনা হাতে নিয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুল্যানী ইন্দ্রাবতী বিষয়টি নিয়ে জি২০ সম্মেলনে আলোচনা করেছেন। শিগগিরই এ-বিষয়ক ঘোষণা আনুষ্ঠানিকভাবে সামনে আসবে।

বিষয়টি সত্যায়ন করে ইন্দ্রাবতী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ শক্তিশালী করার জন্য নেয়া হয়েছে পদক্ষেপটি। বর্তমান প্রস্তাবটি ভারত সরকারের রুপিকে আন্তর্জাতিক করা ও ডলারের ওপর নির্ভরতা কমাতে নেয়া উদ্যোগের অংশ। দিন কয়েক আগেই ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আঞ্চলিক মুদ্রা ব্যবহারের ব্যাপারে চুক্তিতে পৌঁছায়। ফ্রি মালয়েশিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *