ফার্মাসিউটিক্যাল খাতে সাফল্য সৌদি আরবের

স্টাফ রিপোর্টার

ক্রমবর্ধমান বিনিয়োগ ও স্বাস্থ্যসেবার চাহিদার কারণে সৌদি আরব ফার্মাসিউটিক্যাল খাতে অন্যতম গন্তব্য হয়ে উঠছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ফিচ রেটিংয়ের গবেষণা শাখা ফিচ সলিউশন। খবর আরব নিউজ।

বিশাল জনসংখ্যা, শক্তিশালী স্বাস্থ্যসেবা অবকাঠামো ও ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এ খাতের উন্নয়নে সরকারের প্রচেষ্টা নোভার্টিস, ফাইজার, সানোফি, মার্ক এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইনের মতো বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আকৃষ্ট করেছে। জামজুম ফার্মা সম্প্রতি একটি সফল ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও করেছে। অর্থাৎ মূলধন সংগ্রহের জন্য সবার উদ্দেশে শেয়ার বিক্রি শুরু করেছে, যা দেশটির অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের প্রতি আস্থার প্রতিফলন তুলে ধরে।

সৌদি আরবে স্বাস্থ্যসেবার চাহিদা বার্ধক্যজনিত জনসংখ্যা, দীর্ঘস্থায়ী রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলো দিয়ে পরিচালিত হয়েছে। সৌদি সরকার বিনিয়োগ আকৃষ্ট করতে স্থানীয় ফার্মাসিউটিক্যাল শিল্পকে সমর্থন করে এমন নিয়ন্ত্রণমূলক সংস্কার বাস্তবায়ন করেছে।

উপরন্তু সৌদি আরবের কৌশলগত অবস্থান ও শক্তিশালী লজিস্টিক্যাল অবকাঠামো একে সমগ্র মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা অঞ্চলে প্রসারিত করতে আগ্রহী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য একটি আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে গড়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *