টেসলার চার্জিং স্ট্যান্ডার্ড ব্যবহার করবে মার্সিডিজ-বেঞ্জ
উত্তর আমেরিকায় ইলেকট্রিক গাড়িগুলোর জন্য ২০২৫ সাল থেকে টেসলার চার্জিং প্রযুক্তি গ্রহণ করবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। সিদ্ধান্তটি মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড এবং জেনারেল মোটরসের সঙ্গে ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ করতে উত্তর আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) গ্রহণ করেছে। পাশাপাশি ইভি মালিকদের সুবিধার্থে নেয়া হয়েছে পরিষেবা উন্নত করার পরিকল্পনাটি। মার্সিডিজ-বেঞ্জ প্রথম জার্মান গাড়ি নির্মাতা, যারা উত্তর আমেরিকান গ্রাহকদের জন্য টেসলার চার্জিং ডিজাইন ব্যবহার করবে। খবর রয়টার্স।
ফক্সওয়াগনও এনএসিএস চার্জিং পদ্ধতি গ্রহণের জন্য আলোচনায় রয়েছে। ২০২৪ সাল থেকে মার্সিডিজ-বেঞ্জ তাদের বিদ্যমান ইভিগুলোর জন্য এনএসিএস নেটওয়ার্কে চার্জ করার জন্য অ্যাডাপ্টার সরবরাহ শুরু করবে। এছাড়া মার্সিডিজ ড্রাইভাররা তাদের গাড়ির মধ্যে থাকা ম্যাপে টেসলা সুপারচার্জারগুলো কোথায় অবস্থিত সেটা দেখতে পারবে। তার সঙ্গে প্রাপ্যতা ও দাম সম্পর্কে তথ্যসহ জানতে পারবে। মার্সিডিজ-বেঞ্জ চলতি দশকের শেষ নাগাদ উত্তর আমেরিকায় ৪০০টিরও বেশি চার্জিং হাব এবং ২ হাজার ৫০০টিরও বেশি উচ্চক্ষমতার চার্জার স্থাপনের লক্ষ্য নিয়ে নিজস্ব চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে।
টেসলা এরই মধ্যে তার কয়েকটি মার্কিন চার্জিং স্টেশনে সিসিএস (কম্বাইন্ড চার্জিং সিস্টেম) অন্তর্ভুক্ত করেছে।
মার্কিন প্রশাসন চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য বিলিয়ন ডলার ভর্তুকি দিতে ইচ্ছুক। মার্কিন জ্বালানি বিভাগের মতে, টেসলার সুপারচার্জারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ফাস্ট চার্জারের প্রায় ৬০ শতাংশ অবদান রাখে।