৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
বেসরকারি টিভি চ্যানেল ‘৭১ টিভির’ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম বছরে পদার্পণে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় ওয়ালটনের পক্ষে একটি প্রতিনিধি দল ৭১ টিভির নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, এডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এস এম আতিকুর রহমান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. হারুন অর রশিদ ও অ্যাসিট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. আরজু হোসাইন।
এ ছাড়াও, ৭১ টিভির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং’র জিএম মো. রাশেদ আহসান ও মো. কামরুজ্জামান।