চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন বাইডেন

স্টাফ রিপোর্টার

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন ওড়াতে গিয়ে বেশ নাকানিচুবানি খেয়েছেন তিনি।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ করার সময় বাইডেন বলেন, আমি যখন গুপ্তচর সরঞ্জামে ভরা দুটি গাড়ি দিয়ে বেলুনটিকে গুলি করে নামিয়েছিলাম, তখন শি খুবই বিরক্ত হয়েছিলেন। কারণ, তিনি ভাবতেও পারেননি তার বেলুন গুলি করে নামানো হতে পারে। তিনি জানতেনই না, সেখানে এ ধরনের গাড়ি রয়েছে। এ ধরনের ঘটনা স্বৈরশাসকদের জন্য অবশ্যই বিব্রতকর।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের চীন সফরের একদিন পরই এসব বিস্ফোরক মন্তব্য করলেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত একটি সন্দেহভাজন গুপ্তচর বেলুন নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ চড়ে। এর পর তাইওয়ানের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর উত্তেজনার পালে আরো হাওয়া দেয়।

এদিকে মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় দফায় ক্ষমতাগ্রহণ করে শি। এ ঘটনা মাও সেতুংয়ের পর তাকে দেশটিতে সবচেয়ে শক্তিশালী নেতা করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *