ফার্মেসিতে অভিযান, ৬ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে আমেরিকান হাসপাতাল (কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে) সংলগ্ন এলাকায় কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জুন) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অনিবন্ধিত বিদেশি ওষুধ বিক্রির দায়ে মা ফার্মেসি, মা মেডিকেয়ার এবং স্বাগতা ফার্মেসিকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ফার্মেসি মালিকরা ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন, সরকারি হাসপাতালের চিকিৎসকরাই এসব অনিবন্ধিত ওষুধ প্রেসক্রিপশন করছেন।

রোগীদের বরাতে ভ্রাম্যমাণ আদালত জানায়, চিকিৎসকরা এমন ওষুধ লেখেন যা এখানে অবস্থিত তিন/চারটি ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা রোগীদের প্রেসক্রিপশন চেক করে দেখতে পান, সরকারি হাসপাতালের স্লিপে বিভিন্ন অনিবন্ধিত ওষুধ প্রেসক্রিপশন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফার্মেসি মালিক জানান, অনিবন্ধিত প্রতিটি বিদেশি ক্রিমের দাম এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত। প্রতি ক্রিমে সংশ্লিষ্ট চিকিৎসকরা ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমিশন পান। এছাড়া এ হাসপাতালের সব রোগীকে মেডিলিভ নামের একটি ল্যাবে টেস্ট করানোর জন্য বলে দেওয়া হয়। হাসপাতালের সামনেই দালালরা দাঁড়িয়ে থাকেন।

সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অনিয়মের সরাসরি প্রমাণ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বিষয়টি চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালককে অবগত করেন। এসময় স্বাস্থ্য পরিচালক দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে অবগত করেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

অভিযানে অংশ নেওয়া ওষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন বলেন, এখানে জব্দকৃত ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিবন্ধিত নয়। এগুলো কোনো ফার্মেসিতে বিক্রি করা যাবে না। ড্রাগ অ্যামিডিনিস্ট্রেশন থেকে নিবন্ধিত নয় এমন ওষুধ কোনো চিকিৎসক প্রেসক্রিপশন করতে পারবেন না। কিন্তু এ সরকারি হাসপাতালের (আমেরিকান হাসপাতাল) চিকিৎসকরা কেন এটি প্রেসক্রিপশন করছেন সেটি তিনি অবগত নন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *