২৬৭ কোটি টাকার বন্ড অনুমোদন রানার অটোমোবাইলের

স্টাফ রিপোর্টার

রানার অটোমোবাইল পিএলসি’র ২৬৭ কোটি ৫০ লাখ টাকার মেয়াদি বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৯ জুন) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, রানার অটোমোবাইলের সাত বছর মেয়াদি আনসিকিউরড, রিডেমেবল, নন-কনভার্টেবল গ্রান্টেড, সাসটেইনেবলিটি বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।

এই বন্ডের কুপন রেট ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে নির্ধারিত হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বহুজাতিক ও দেশীয় বিমা কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেটস ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে রানার অটোমোবাইল কাস্টমারদের ঋণ সুবিধা, সোলার প্ল্যান্ট নির্মাণ এবং বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর লিড অ্যারেঞ্জার হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *