চীনের কারখানায় মাইক্রনের ৬০ কোটি ডলার বিনিয়োগ

স্টাফ রিপোর্টার

আগামী কয়েক বছরে মার্কিন চিপ নির্মাতা মাইক্রন চীনের জিয়ানে চিপ প্যাকেজিং খাতে ৪৩০ কোটি ইউয়ান (৬০ কোটি ৩০ লাখ ডলার) বিনিয়োগ করবে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মেমরি চিপ প্রস্তুতকারক নেটওয়ার্ক গত মাসে একটি নেটওয়ার্ক নিরাপত্তা পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। এ কারণে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক প্রাথমিক অবকাঠামো অপারেটরদের মাইক্রনের কাছ থেকে ক্রয় করতে নিষেধ করবে।

উইচ্যাটে পোস্ট করা শুক্রবারের বিবৃতিতে মাইক্রন এ সিদ্ধান্তের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এ বিনিয়োগ প্রকল্পটি চীনে মাইক্রনের ব্যবসা অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও সঞ্জয় মেহরোত্রা।

বিনিয়োগের মধ্যে থাকবে তাইওয়ানের পাওয়ারটেক টেকনোলজির জিয়ানভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান থেকে প্যাকেজিং সরঞ্জাম কেনা।

তথ্যানুযায়ী, বিনিয়োগটির মাধ্যমে জিয়ানভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান তাইওয়ানের পাওয়ারটেক টেকনোলজি থেকে প্যাকেজিং সরঞ্জাম ক্রয় করবে। ২০১৬ সাল থেকেই মাইক্রন উৎপাদন প্রক্রিয়ায় এ সরঞ্জাম ব্যবহার করছে।

মাইক্রন মোবাইল ডির‍্যাম (ডাইনামিক র‍্যাম), ন্যান্ড ও এসএসডি পণ্য তৈরি করার জন্য একটি নতুন উৎপাদন লাইন চালু করবে, যা কারখানার প্যাকেজিং ও পরীক্ষণ ক্ষমতাকে শক্তিশালী করবে।

পাওয়ারটেক একটি পৃথক বিবৃতিতে বলেছে, মাইক্রনের জন্য সরঞ্জাম কেনার পরিকল্পনা সংস্থা দুটোর মধ্যকার ২০১৬ সালের চুক্তির অংশ ছিল।

মাইক্রন চুক্তির মূল্য প্রকাশ না করলেও জানিয়েছে, এটি পাওয়ারটেকের জিয়ান সহযোগী প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ কর্মচারীকে চুক্তির প্রস্তাব দেবে এবং বিনিয়োগটির ফলে অতিরিক্ত ৫০০ জনের কর্মসংস্থান তৈরি হবে। ফলে চীনে মাইক্রনের কর্মীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫০০।

চীনের নিষেধাজ্ঞার পর মে মাসে উচ্চতর এক অংক শতাংশে আয় খোয়াতে পারে বলে পূর্বানুমান করেছে মাইক্রন। রয়টার্সের ১০০টিরও বেশি সরকারি দরপত্রের পর্যালোচনায় দেখা গেছে, চীনা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার আগেই মাইক্রনের চিপ সংগ্রহ কমিয়ে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *