টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলায় এই টেস্টে টস জিতেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।
বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে একবারই টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে সে টেস্টে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা।
সেই টেস্টের নায়ক আফগান অলরাউন্ডার রশিদ খান অবশ্য এবার নেই। অন্যদিকে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান আর তামিম ইকবাল। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
লিটন দাসের নতুন নেতৃত্বে নতুন চেহারার বাংলাদেশ কি পারবে তিন বছর আগের সেই হারের প্রতিশোধ নিতে?