নিম্নমুখী ধারায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক সামনে রেখে দাম কমার এ ঘটনা ঘটে। সংস্থাটির সুদহার বৃদ্ধির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। সুদহার বাড়লে দাম আরো কমতে পারে। অন্যদিকে চীনে চাহিদা প্রবৃদ্ধিতে শ্লথগতি এবং রাশিয়ার ক্রমবর্ধমান সরবরাহ বাজারকে আরো নিম্নমুখী চাপে ফেলছে।

আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ৯১ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৮৮ সেন্ট। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ২ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৮ ডলার ১৫ সেন্ট।

উভয় বাজার আদর্শের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমল। কারণ হিসেবে বিশ্লেষকরা জানান, চীনে দ্রুতগতিতে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনীতিতে শ্লথগতির কারণে জ্বালানি তেলের চাহিদায়ও শ্লথগতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *