ওয়ালটন-আলোকিত বাংলাদেশ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

ওয়ালটন-আলোকিত বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২-এর প্রথম ও দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আলোকিত বাংলাদেশের প্রধান কার্যালয়, ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লিটার) জিতেছেন মোতমা ইন্না। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন ৪৩ ইঞ্চি” এলইডি টিভি জিতেছেন ইব্রাহিম।

প্রথম পর্বের অন্যান্য পুরস্কার: দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি”এলইডি টিভি ১টি (বিজয়ী: মো. আলিফ শেখ অভি)। তৃতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি”এলইডি টিভি ১টি (বিজয়ী : সিয়াম)। চতুর্থ পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী : ইব্রাহিম শেখ, মো: ফয়সাল ও হাসিব)। পঞ্চম পুরস্কার: ওয়ালটন ব্লেন্ডার ৩টি (বিজয়ী আ. কাদের সরকার, সেলিম, মো: মাহমুদুল হাসান)।

দ্বিতীয় পর্বের অন্যান্য পুরস্কার: দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি” এলইডি টিভি ১টি (বিজয়ী: সাজিয়া শামিম সাফা)। তৃতীয় পুরস্কার: ওয়ালটন মাইক্রোওভেন ১টি (বিজয়ী: ওমর ফারুক )। চতুর্থ পুরস্কার: ওয়ালটন গ্যাস স্টোভ ৩টি (বিজয়ী: সাদ্দাম, জাহানারা বেগম ও শোয়েব)। পঞ্চম পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী : আক্কাছ হোসেন, মরিয়ম বেগম ও জীবন চৌধুরী)।

আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি কাজী শরিফুল আলম, ঢাকা আহছানিয়া মিশনের পরামর্শক আওরঙ্গজেব খান, কাজী এহসানুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. শাহজাদা সেলিম, আলোকিত বাংলাদেশের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন আবুল কালাম আজাদ। আলোকিত বাংলাদেশের হেড অব মার্কেটিং জিয়াউল করিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *