ইউরোপে গাড়ি বিক্রি বেড়েছে ১৬ শতাংশ
স্টাফ রিপোর্টার
ইউরোপের বাজারে গাড়ি বিক্রি টানা নয় মাসের মতো বেড়েছে। গতকাল প্রকাশিত উপাত্তে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, এপ্রিলে ইউরোপের বাজারে ৯ লাখ ৬৪ হাজার ৯৩২ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ২০২২ সালের একই মাসের চেয়ে যা ১৬ শতাংশ বেশি। গাড়ি বাজারে পুনরুদ্ধার অব্যাহত থাকলেও মহামারী-পূর্ব বিক্রির তুলনায় এক-পঞ্চমাংশ কম রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যেও প্রিমিয়াম ও বিলাসবহুল গাড়ি বিক্রি বেড়েছে। গত এপ্রিলে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে গ্যাসচালিত গাড়ি বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। ডিজেলচালিত গাড়ি বিক্রি কিঞ্চিৎ কমেছে। ফ্রি মালয়েশিয়া টুডে