ভারতের রফতানি ৯০ হাজার কোটি ডলার ছাড়াবে

স্টাফ রিপোর্টার

ভারতের বিভিন্ন পণ্য ও পরিষেবা রফতানি চলতি অর্থবছরে ৯০ হাজার কোটি ডলার ছাড়াবে। গত বছরে যেখানে অংকটা ছিল ৭৭ হাজার কোটি ডলার। বিশ্বব্যাপী বাণিজ্য মন্দা সত্ত্বেও পরিস্থিতি বেশ স্থিতিস্থাপক থাকবে বলে দেশটির রফতানিকারক প্রতিষ্ঠানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সাহাই বলেন, ‘‌২০২৪ সালের মার্চে শেষ হওয়া বছরে পণ্য রফতানি বাড়তে পারে ৪৯ হাজার ৫০০ কোটি থেকে ৫০ হাজার কোটি ডলার পর্যন্ত। এ সময় পরিষেবা রফতানি বেড়ে দাঁড়াতে পারে ৪০ হাজার কোটি ডলারে।’ বেশকিছু বিদেশী বাজারে চাহিদা বেশ শক্তিশালী রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূস গয়াল রফতানিকারকদের নতুন নতুন রফতানির বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসন ও বৈশ্বিক মন্দাভাবের মধ্যে এমন সতর্কতা দিয়ে তিনি বলেন, ‘‌সামনের দিনগুলো আরো বেশি কঠিন হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০৩০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিকস, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য পণ্য রফতানি বাড়ানোর জন্য বিভিন্ন সুবিধাও প্রদান করছে দেশটি।

দুই বছরে ভারতের রফতানি বেড়েছে ২০ হাজার কোটি ডলারের বেশি। এ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সফটওয়্যার, মোবাইল, কৃষি ও পেট্রোলিয়ামজাতীয় পণ্য। তবে কয়েক মাসে ইঞ্জিনিয়ারিং, রত্ন ও গহনার রফতানি বেশ কমেছে। দামের কারণে পশ্চিমা বাজারে কৃষি, পেট্রোলিয়াম ও ইলেকট্রনিকস পণ্যের রফতানি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। পাশাপাশি এ সময়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।

রাশিয়ায় ৫০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সাহাই। তিনি বলেন, ‘‌ইউক্রেন যুদ্ধের পরে পশ্চিমাবিশ্ব নিষেধাজ্ঞা দেয়ার কারণে ভারতীয় পণ্য বিশেষ করে খাবারের চাহিদা অনেক বেড়েছে। ভারতীয় রফতানিকারকদের প্রত্যাশ্যা দুই দেশই স্থানীয় মুদ্রায় অর্থ পরিশোধের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এতে ভারতীয় পণ্য রাশিয়ায় রফতানি আরো সহজ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *