বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ২৪৪৬ কোটি টাকা দেবে এডিবি
সিলেট ও পার্শ্ববর্তী কয়েক জেলায় গত বছর হঠাৎ বন্যার ফলে অবকাঠামোর বিশাল ক্ষতি হয়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে এবং টেকসই উন্নয়নে ২৩ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রতি ডলার ১০৬ টাকা ৩৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৪৪৬ কোটি টাকা।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় ২৩ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি ও প্রকল্পচুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে সই করেন।
প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের বন্যায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা পরবর্তী গ্রামীণ রাস্তা ও সংযোগ অবকাঠামো, নদীর বাঁধ ও সেচ অবকাঠামো, কৃষি রূপান্তর, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পুনর্বাসন ও পুনর্গঠন করা হবে। প্রকল্পের বাস্তবায়নকাল এপ্রিল ২০২৩ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত।
ঋণে সুদের হার ১ শতাংশ। তবে অন্য কোনো চার্জ নেই। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে।