ঘুরে দাঁড়িয়েছে তামার দাম
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ৬ ডিসেম্বর তামার দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। সে অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে তামার দাম। খবর মেটাল বুলেটিন ও বিজনেস রেকর্ডার।
এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের ৩ ডিসেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৩০৬ ডলারে। বিগত দেড় মাসের মধ্যে এলএমইতে এটাই ছিল তামার সর্বোচ্চ দাম। তবে পরের কার্যদিবস থেকেই ব্যবহারিক ধাতুটির দাম পড়তে শুরু করে।
এলএমইতে ৪ ডিসেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়ায় ৬ হাজার ২৭৭ ডলারে। দরপতনের ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ৬ হাজার ১১০ ডলারে নেমে আসে। বিগত তিন সপ্তাহের মধ্যে এটাই এলএমইতে ব্যবহারিক ধাতুটির সর্বনিম্ন দাম।
তবে ডিসেম্বরের ৭ তারিখে তামার বাজারে বিদ্যমান মন্দাভাব কেটেছে। এদিন এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়ায় ৬ হাজার ১৭২ ডলারে।
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের জের ধরে কয়েক মাস থেকেই আন্তর্জাতিক বাজারে তামার দাম কমতির দিকে রয়েছে। মাঝে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে আগামী ৯০ দিনের জন্য পরস্পরের পণ্যে আমদানি শুল্ক আরোপ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ কারণে গত সপ্তাহের শুরুতে এলএমইতে তামার দাম বেড়েছিল।
তবে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুর গ্রেফতারের ঘটনায়। ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের এ ঘটনা বাণিজ্যযুদ্ধ নিরসনের উদ্যোগ ভেস্তে দিতে পারে বলে মনে করছেন লন্ডনভিত্তিক ম্যারেক্স স্পেকট্রনের বিশ্লেষক অ্যালেস্টিয়ার মুনরো। এ কারণে এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম কমেছিল।