সাতক্ষীরায় মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা
সাতক্ষীরায় ওয়ালটন প্লাজা খুলনা রোড মোড় শাখার এক গ্রাহককে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে মৃত ক্রেতার স্বামীর হাতে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জানা যায়, ৯ হাজার ৩৯৬ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ক্রয় করে দুই মাসের কিস্তি প্রদান করেছিলেন খুকুমণি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ অবস্থায় কিস্তির বাকি টাকা আদায়ের পরিবর্তে খুকুমণির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিয়েছে আর্থিক সুবিধার চেক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফি-উদ-দৌলা সাগর, সাতক্ষীরা এরিয়ার রিজিওনার সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম। ওয়ালটন প্লাজা খুলনা রোড মোড় শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্লাজার ম্যানেজার আশিষ কুমার ঘোষ, পাটকেলঘাটা প্লাজার ম্যানেজার নাইমুল ইসলাম বাপ্পী, কালীগঞ্জ প্লাজার ম্যানেজার মো. আসাদুল ইসলাম, সাতক্ষীরা কাস্টমার কেয়ার ম্যানেজার মো. নাহিদ মনোয়ার প্রমুখ।