জমজমাট ঈদের কেনাকাটা ডিএনসিসি হলিডে মার্কেটে

স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে প্রতি শুক্র ও শনিবার রাজধানীর ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে চলছে বাহারি ইফতার ও ঈদ শপিংয়ের বিশেষ আয়োজন।

গত শুক্র ও শনিবার (৭ ও ৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁও আইসিটি সড়কে এসএমই উদ্যোক্তাদের সর্ববৃহৎ এ হলিডে মার্কেটের ছিল দশম আয়োজন।

ডিএনসিসির এ উদ্যোগ এরই মধ্যে সাধারণ ক্রেতা-বিক্রেতার মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ঈদ উপলক্ষে দেশসেরা এসএমই উদ্যোক্তারা অসংখ্য মানসম্মত দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হলিডে মার্কেটে আসা ক্রেতা সাধারণের জন্য।

স্টলগুলোতে বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, চুরি, লেডিস ব্যাগ, অর্নামেন্টস, চামড়াজাত পণ্য, কিডস আইটেম, খেলনা, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, হোম ডেকর পণ্য, মশলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, ড্রাই ফ্রুট, জুস কর্নার ও খাবার দোকান। এছাড়াও আরও হরেক পণ্যের স্টল থাকছে এই মার্কেটে।

আগারগাঁও আইসিটি সড়কে এরইমধ্যে হলিডে মার্কেটের ৯টি আসর অনুষ্ঠিত হয়েছে। ৯টি আসরে হলিডে মার্কেট থেকে প্রায় পৌনে তিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে।

রমজান উপলক্ষে প্রতি শুক্র ও শনিবার হলিডে মার্কেট দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *