সৌদি আরবের অর্থনীতি প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের অর্থনীতি প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল। দেশটির পরিসংখ্যান সংস্থা গ্যাস্টাট বলছে, ২০২২ সালে দেশটির অর্থনীতি সম্প্রসারণ হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ। এতে গত বছর দেশটির জিডিপির আকার ছিল ৪ দশমিক ২ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ১ দশমিক ১২ ট্রিলিয়ন ডলার। খবর দ্য ন্যাশনাল।

মূলত তেলবহির্ভূত খাতে ভর করে গত বছর প্রবৃদ্ধি চাঙ্গা ছিল মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতির। গ্যাস্টাট বলছে, ২০২২ সালে তেলবহির্ভূত খাতের অবদান ছিল ২ দশমিক ৩ ট্রিলিয়ন রিয়াল, যা দেশটির মোট জিডিপির ৬১ শতাংশ। অন্যদিকে হাইড্রোকার্বন খাতের অবদান ছিল ১ দশমিক ৬১ ট্রিলিয়ন রিয়াল, যা মোট অর্থনীতির ৩৯ শতাংশ।

সৌদি আরবের অর্থনীতির আরেকটি সক্ষমতার জায়গা ছিল দেশটির নিয়ন্ত্রিত বেকারত্ব হার। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্ব হার ছিল ৮ শতাংশ। একই বছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল ৯ দশমিক ৯ শতাংশ। তবে চতুর্থ প্রান্তিকে সৌদি ও অ-সৌদি বেকারত্ব হার ছিল ৪ দশমিক ৮ শতাংশ। ২০১৭ সালে উপাত্ত রাখা শুরুর পর গত বছর সর্বনিম্ন বেকারত্ব হার দেখেছে উপসাগরীয় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *