বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি কোম্পানি হুন্দাই
বিক্রির দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি কোম্পানি এখন হুন্দাই মোটর। নীতিনির্ধারকদের কাছে পাঠানো নথির বরাতে জানা গেছে, ২০২২ সালে ৬৮ লাখ গাড়ি বিক্রি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। এতে বিশ্বের শীর্ষ তিন গাড়ি নির্মাতা কোম্পানিতে জায়গা করে নিল হুন্দাই। গাড়ি বিক্রিতে শীর্ষে থাকা টয়োটার গাড়ি বিক্রি হয়েছে ১ কোটি ৪৮ লাখ ইউনিট। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ফক্সওয়াগনের গাড়ি বিক্রি হয়েছে ৮৫ লাখ ইউনিট। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
২০০০ সালে বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতা কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছিল হুন্দাই। মাত্র দুই দশকের ব্যবধানে এখন বিশ্বের শীর্ষ তিন গাড়ি নির্মাতা কোম্পানির একটি হুন্দাই। সিউলভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি পেছনে ফেলে দিয়েছে রেনোঁ-নিশান জোট (৬২ লাখ), জেনারেল মোটরস বা জিএম (৫৯ লাখ) ও স্টেলান্টিসের (৫৮ লাখ) মতো কোম্পানিকে।
২০১০ সাল থেকে পরবর্তী এক দশক বিশ্বের পঞ্চম বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানির অবস্থান ছিল হুন্দাইয়ের। ২০২০ সালে চতুর্থ স্থানে উঠে আসে। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় ২০২১ সালে ফের পঞ্চম স্থানে নেমে আসে কোম্পানিটি। গত বছর বিশ্বের শীর্ষ তিনে জায়গা করে নিয়ে চমক দেখায় হুন্দাই।
সরবরাহ চেইন সংকটে গত বছর শীর্ষ পাঁচে থাকা গাড়ি কোম্পানিগুলোর বিক্রিতে শ্লথগতি ছিল। শীর্ষ পাঁচের একমাত্র কোম্পানি হিসেবে গত বছর ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল হুন্দাই।
হুন্দাইয়ের শক্তিশালী পারফরম্যান্সে প্রধান প্রভাবক ছিল জেনেসিস নামে হাই-এন্ড মডেলের চাঙ্গা বিক্রি। হুন্দাই আয়োনিক ৫ ও কিয়া ইভি৬-এর মাধ্যমে ইভি বাজারে অবস্থান বিস্তৃত করছে গাড়ি নির্মাতা কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা বাড়ছে হুন্দাইয়ের। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে হুন্দাইয়ের হিস্যা দুই অংক ছাড়িয়ে ১০ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এছাড়া ইউরোপের বাজারেও ৯ দশমিক ৪ শতাংশ হিস্যার রেকর্ড গড়েছে হুন্দাই।