আজ চূড়ান্ত হতে পারে ৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষার তারিখ

স্টাফ রিপোর্টার

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার (১৪ মার্চ) বৈঠকে বসছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আসন্ন এ পরীক্ষার চূড়ান্ত তারিখ, আসন বিন্যাস, সামগ্রিক বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পিএসসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

পিএসসির কর্মকর্তারা জানান, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় নির্ধারণ করতে আজ সভা হবে। সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে গত ১০ মার্চ সংশ্লিষ্ট প্রেসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পিএসসি। প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে চূড়ান্ত সাড়া পাওয়া গেছে। প্রেসের বক্তব্যের আলোকে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আজকের এই বিশেষ সভা হবে।

সংশ্লিষ্টরা জানান, এ বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে আসন্ন মাসের রমজান, ঈদের ছুটি কারণে চলতি মাস মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগামী মে মাসের প্রথম দিকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হচ্ছে না। এটি নিশ্চিত। কবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *