চুনাপাথরে শুল্কমুক্ত সুবিধা
সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যু করা হালনাগাদ শিল্প ভোক্তা আইআরসি এবং ভ্যাট নিবন্ধিত নিয়মিত দাখিলপত্র দাখিল করা উৎপাদনকারী প্রতিষ্ঠান শর্তসাপেক্ষে শুল্কমুক্ত সুবিধা পাবে। এই সুবিধা প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।
এর আগে সম্প্রতি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতিসহ (বিসিএমএ) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সিমেন্ট ব্যবসায়ীরা জানান, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে। তবে হঠাৎ করেই সম্প্রতি এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এ ছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ।
সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, স্লাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম। যা প্রায় সম্পূর্ণ আমদানি নির্ভর।