বিশ্বের বৃহত্তম লজিস্টিকস বাজার চীন
স্টাফ রিপোর্টার
২০২২ সালে বিশ্বের বৃহত্তম লজিস্টিকস বাজার ছিল চীন। এ নিয়ে টানা সাত বছর বিশ্বের শীর্ষ লজিস্টিকস বাজারের অবস্থান রাখল বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি। চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং জানায়, গত বছর দেশটির লজিস্টিকস খাত থেকে আয় হয়েছে ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৮২ ট্রিলিয়ন ডলার। সিজিটিএন