তৃতীয় দিনের শুনানি চলছে

প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। দুই দিনে ৩১০টি আপিল শুনানি করে ইসি। বাকিগুলো পেন্ডিং রয়েছে।

শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে শেষ দিনের মতো এ শুনানি শুরু হয়েছে। এর আগে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। দুই দিনে ৩১০টি আপিল শুনানি করেছে ইসি। বাকিগুলো পেন্ডিং রয়েছে।

তৃতীয় দিনের শুনানিতে বৈধ হলো যাদের মনোনয়ন
নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), চৌধুরী মুহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬)

অবৈধই রইলো যাদের মনোনয়ন
মো.এরশাদুর রহমান (নেত্রকোনা-১), কামরুল ইসলাম মো.ওয়ালিদ (ময়মনসিংহ-৪), আলমগীর কবির (ময়মনসিংহ-৯), আব্দুল কাঈয়ুম খান (নেত্রকোনা-১), এম. এ রাজ্জাক খান (ময়মনসিংহ-৭), মো.জাকির হোসেন (নেত্রকোনা-৫), এ কে এম লুতফর রহমান (ময়মনসিংহ-১), নাজনীন (ময়মনসিংহ-৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *