আর্সেনালের ওপর চাপ ধরে রাখলো ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এবং ম্যানসিটি শিরোপা লড়াই বেশ ভালোভাবেই জমে উঠেছে। আজ নিউক্যাসলের মুখোমুখি হয়েছে ম্যানসিটি। নিজেদের মাঠে ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।
এই জয়ে আর্সেনালের ওপর দারুণ চাপ তৈরি করেছে ম্যানসিটি। ২৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬০। ম্যানসিটির পয়েন্ট ২৬ ম্যাচ শেষে ৫৮। আজ রাতেই বোর্নমাউথের বিপক্ষে মাঠে নেমেছে আর্সেনাল। এ রিপোর্ট লেখার সময় বোর্নমাউথের কাছে ১-০ গোলে পিছিয়ে রয়েছে গানাররা। তারা যদি হেরেই যায়, তাহলে সিটির সঙ্গে আর্সেনালের ব্যবধান থাকবে কেবল ২ পয়েন্টের।
ম্যানসিটির জয়ে গোল দুটি করেছেন ফিল ফোডেন এবং বার্নার্ডো সিলভা। ম্যাচের একেবারে শুরুতেই ফিল ফোডেন গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন। শেষ তিন ম্যাচে চারটি গোল করেন তিনি। ১৫তম মিনিটে গোল করেন তিনি।
এরপর ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন বার্নার্ডো সিলভা। ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন পর্তুগালের এই তারকা ফুটবলার। মাঠে নেমেই ২ মিনিট পর গোল করেন তিনি। আর্লিং হালান্ডের ফ্লিক থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।