সৌদি ক্রেতাদের আস্থা অর্জন করেছে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের পণ্য সৌদি আরবের ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জনিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সৌদি সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার (২৩ ফেব্রুয়ারি ২৩)দেশটির রাজধানী রিয়াদে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন-২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং দীর্ঘদিনের ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। তিন কোটি মানুষের দেশ সৌদি আরব, অথচ সে দেশের নাগরিকদের ক্রয়ক্ষমতা অনেক বেশি, যা ১০ কোটি মানুষের সমান। তিনি বলেন, বাংলাদেশ এখন আধুনিক পদ্ধতিতে বিশ্বমানের যে কোনো পরিমাণ পণ্য তুলনামূলক কম দামে বিশ্ববাজারে সরবরাহ করতে পারে। সৌদি আরবে বাংলাদেশের পণ্যের বেশ চাহিদা রয়েছে। উদ্যোক্তাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।

যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্সসহ দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিপু মুনশি। তিনি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়াদে নিয়োজিত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটওয়ারী এবং বিজিএমই-এর সভাপতি ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *