ভুট্টার বাজারদর এক সপ্তাহে সর্বোচ্চে

স্টাফ রিপোর্টার

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এক সপ্তাহের সর্বোচ্চে ভুট্টার দাম। শীর্ষ রফতানিকারক দেশ আর্জেন্টিনায় শুষ্ক আবহাওয়ায় শস্যটির সরবরাহ কমছে। এ কারণে লাফিয়ে বাড়ছে বাজারদর। পাশাপাশি সয়াবিনের দামও বেড়েছে। তবে গমের বাজার স্থিতিশীল। খবর নাসডাক।

সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ীরা জানান, আর্জেন্টিনায় নিম্নমুখী ভুট্টা উৎপাদন বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। খরার কারণে সরবরাহ এরই মধ্যে কমে গেছে। রফতানির জন্য বর্তমান মজুদ অপ্রতুল।

গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে ভুট্টার দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৬ ডলার ৭৯ সেন্টে। সয়াবিনের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১৫ ডলার ৩৯ সেন্টে স্থির হয়েছে। তবে গমের দাম দশমিক ২ শতাংশ কমে বুশেলপ্রতি ৭ ডলার ৭৫ সেন্টে স্থির হয়েছে।

রোজারিও গ্রেইন এক্সচেঞ্জ জানায়, আর্জেন্টিনায় মার্চ-জুন পর্যন্ত ভুট্টা রফতানি ৪০ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। খরার কারণে মৌসুমের শুরু থেকেই শস্যটির আবাদ কমতে শুরু করে। এতে উৎপাদন আশঙ্কার চেয়েও কমবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *