তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র
প্রবল শীতকালীন ঝড়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিম অঞ্চল। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) তীব্র বাতাস ও ভারী তুষারের দাপটে বন্ধ রাখা হয় কয়েকশ’ বিদ্যালয়। বাতিল হয়েছে হাজার খানেক ফ্লাইট। এছাড়া কিছু অঞ্চলে সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ৫ কোটির বেশি মানুষ এই ঝড় দ্বারা প্রভাবিত হবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কিছু এলাকায় ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাস বইতে পারে। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের পূর্বাভাসও দেয়া হয়েছে।
সাউথ ডাকোটাতে প্রায় ১৭ ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে রাস্তাঘাট। ৪৫ মাইল বেগে চলা বাতাসের ঝাপটা ও মাইনাস ৫ সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
ঝড়টি ক্যালিফোর্নিয়ায়ও আঘাত হেনেছে। নিউ ইংল্যান্ডসহ পূর্ব অঞ্চলে তুষারপাতের কারণে চালকদের সাবধানে থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে শীতকালীন ঝড় বেড়ে চলেছে। এ ছাড়া অন্যান্য মৌসুমে দুর্যোগ বেড়েছে। যাকে জলবায়ু পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ঝড়টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।