সরকার ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে: মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব অনুমোদন
৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২২ ফেব্রুয়ারি ২৩)অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার টন ব্যাগজাত গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১১০ কোটি ২০ লাখ টাকা। প্রতি টন ৩৪৫ দশমিক ১২ ডলার দরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার কিনবে। এর আগের লটে প্রতি টনের দাম ছিল ৫০০ দশমিক ১২ ডলার। অর্থাৎ প্রতি টনে দাম কমেছে ১৫৫ ডলার।
তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেন্টস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১১৫ কোটি ৫৩ লাখ টাকা। প্রতি টন ৩৬১ দশমিক ৮৩ ডলার দরে বিসিআইসি এ সার আমদানি করবে। এর আগের লটে প্রতি টনের দাম ছিল ৪৭০ ডলার। এক্ষেত্রে প্রতি টনে দাম কমেছে প্রায় ১০৮ ডলার।