বিনিয়োগে আগ্রহী অর্থনৈতিক অঞ্চলে কলকাতার ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের কলকাতার ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।
সোমবার বেজা কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তাঁরা এ আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো যাচাইয়ের জন্য সংগঠনটির ২০ সদস্যের একটি দল পাঁচ দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।