ইঞ্জিন সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন কিনছে রেলওয়ে
ইঞ্জিন সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ (ইঞ্জিন) কিনছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য সরকারকে গুনতে হবে ১ হাজার ১২৩ কোটি ৫ লাখ টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সরকার ও এডিবির যৌথ অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক সংগ্রহ)’ প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ১ হাজার ১২৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এসব লোকোমোটিভ সরবরাহ করবে মেসার্স প্রোগ্রেসিভ রেল ইউএসএ।
অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণে একটি ক্রয় প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৭২ কোটি ৯৬ লাখ টাকা। এটি বাস্তবায়ন করবে চায়নার সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি।