চীনের চলতি হিসাব উদ্বৃত্ত ৩২ শতাংশ বেড়েছে
২০২২ সালে চীনে চলতি হিসাব উদ্বৃত্তের পরিমাণ ৪১ হাজার ৭৫০ কোটি ডলারের কথা জানিয়েছে দেশটির স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ, যা আগের বছরের তুলনায় ৩২ শতাংশ বেশি। খবর সিজিটিএন।
স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জের মুখপাত্র ও উপপ্রধান ওয়াং চুনয়িং সিজিটিএনকে বলেন, ‘বৃদ্ধির হারটি ২০০৮ সালের পর দ্বিতীয়। সে সময় এটি ছিল চীনের মোট দেশজ উৎপাদনের ২৩ শতাংশ।’
২০২২ সালে পণ্যবিষয়ক বাণিজ্য বাবদ ৬৮ হাজার ৫৬০ কোটি ডলারের রেকর্ড উদ্বৃত্ত যোগ হয়, যা আগের বছরে তুলনায় ২২ শতাংশ বেশি বলে উল্লেখ করেন তিনি। ওয়াং চুনয়িং আরো বলেন, ‘২০২২ সালের তুলনায় আগের বছর দেশটি পরিষেবা বাণিজ্যে ৯ হাজার ৪৩০ কোটি ডলার ঘাটতির মধ্যে পড়ে। আমরা যদি ২০২২ সালের সঙ্গে এটির তুলনা করি, তাহলে এটি বছরে ৬ শতাংশ কম। পর্যটন খাতের ঘাটতি আগের বছরের তুলনায় বেড়েছিল ১৪ শতাংশ। তবে আন্তঃসীমান্ত পর্যটন ও বিদেশী শিক্ষাবিষয়ক ব্যয় ধীরে ধীরে পুনরুদ্ধারের মাধ্যমে তা ১০ হাজার ৭৬০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এছাড়া ২০২২ সালে প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ডলার।’
বাহ্যিক অনিশ্চয়তা সত্ত্বেও ২০২৩ সালে আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যপূর্ণ থাকার আশা করা হচ্ছে বলে জানান ওয়াং। কারণ চীনের অর্থনীতি এর দৃঢ়তা, ব্যাপক সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি মৌলিক বিষয়গুলো ধরে রেখেছে বলে মনে করেন তিনি। নীতিগত প্রণোদনা প্রদানের মাধ্যমে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে বড় ধরনের অগ্রগতির কথাও তিনি উল্লেখ করেন।