প্রথমার্ধে বঙ্গজের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৯ লাখ ৪১ হাজার টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৭ লাখ ১৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৩২ শতাংশ। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা হছে।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে বঙ্গজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকায়। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ লাখ ৪২ হাজার টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ লাখ ৮৮ হাজার টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৮৮ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বঙ্গজ লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ২৩ পয়সা।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১০৬ টাকা ১০ থেকে ১৬১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠা-নামা করেছে।