মডেল ওয়াইয়ের দাম বাড়াল টেসলা

স্টাফ রিপোর্টার

সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির দাম বাড়িয়েছে টেসলা। মডেল ওয়াইয়ের গাড়িগুলোর দাম ১০০০ ডলার বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। সরকারের ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্য ক্রসওভার বৈদ্যুতিক গাড়ির দামের সর্বোচ্চ সীমা বাড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

টেসলার মডেল ওয়াইয়ের লং রেঞ্জের দাম বাড়িয়ে ৫৪ হাজার ৯৯০ ডলার এবং মডেল ওয়াই পারফরম্যান্সের দাম বাড়িয়ে ৫৭ হাজার ৯৯০ ডলার করা হয়েছে। টেসলার ওয়েবসাইটে বর্তমানে এবং আগে পোস্ট করা দামের তুলনা করে দেখা গেছে, প্রতিটিতে দাম বেড়েছে ১০০০ ডলার।

দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দাম বাড়ল মডেল ওয়াই লং রেঞ্জের। এর আগে গাড়িটির চাহিদা বাড়ানোর জন্য তার দাম কমিয়ে দেয় টেসলা। সেই সময়ে আগের তুলনায় গাড়ির মডেলটি ১৫ থেকে ১৭ শতাংশ সস্তা করা হয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিয়ম জারি করেছে, মডেল ওয়াইয়ের মতো বৈদ্যুতিক গাড়িগুলো ট্যাক্স ক্রেডিটের জন্য প্রযোজ্য হবে, যতক্ষণ সেগুলোর মূল্য ৮০ হাজার ডলারের নিচে থাকবে। সেডান ও ওয়াগনের জন্য এই সীমা ৫৫ হাজার ডলারের নিচে হবে।

এর আগে চাহিদা কিছুটা পড়তির দিকে থাকায় গত জানুয়ারিতে বিশ্বব্যাপী গাড়ির দাম কমায় টেসলা। এরপর গত শুক্রবার দক্ষিণ কোরিয়ায়ও গাড়ির দাম কমায় প্রতিষ্ঠানটি। গত মাসে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেন, জানুয়ারিতে যে পরিমাণ গাড়ি উৎপাদন করা হয়েছে তার তুলনায় ক্রয়াদেশ অনেক বেশি এসেছে। প্রথম দফা দাম কমানোর পরে এমন চিত্র দেখা গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় ছোট করে দাম বাড়ানো হয়েছে মডেল ওয়াইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *