দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন বাণিজ্য ঘাটতি
স্টাফ রিপোর্টার
দক্ষিণ কোরিয়া চলতি বছরের প্রথম মাসেই ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখোমু্খি হয়েছে। ঘাটতির পরিমাণ দঁািড়য়েছে ১ হাজার ২৭০ কোটি ডলারে। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার মোট রফতািন গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশািমক ৬ শতাংশ কমে ৪ হাজার ৬৩০ ডলারে নেমেছে।
প্রযুক্তিপণ্যের রফতানির পতনের পাশাপাশি তেল ও গ্যাসের আমদানি খরচ বেড়েছে অস্বাভাবিকভাবে। একই সময়ে আমদানি ২ দশমিক ৬ শতাংশ কমে ৫ হাজার ৯০০ কোটিতে ঠেকেছে।