দ্বিগুণ মুনাফা করেছে হুন্দাই
বিদায়ী বছরের চতুর্থ প্রান্তিকে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা ২৮০ কোটি ডলার পরিচালন মুনাফা করেছে হুন্দাই মোটরস। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ১১৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় পরিচালন মুনাফা দ্বিগুণের বেশি হয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। খবর নিক্কেই এশিয়া।
এক বিবৃতিতে হুন্দাই মোটরস জানায়, চতুর্থ প্রান্তিকে হুন্দাইয়ের আয় হয়েছে ৩৮ দশমিক ৫ ট্রিলিয়ন ওন, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় ২৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। কোম্পানির নিট মুনাফা ১৪৩ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ওন।
প্রতিষ্ঠানটির এমন প্রবৃদ্ধি পূর্ববর্তী বাজার প্রাক্কলন রেকর্ডকে ছাড়িয়ে গেছে হুন্দাই মোটরস। এর আগের পূর্বাভাসে বাজার বিশ্লেষকরা আভাস দিয়েছিলেন, কোম্পানির পরিচালন মুনাফা চতুর্থ প্রান্তিকে ৩ ট্রিলিয়ন ওন হতে পারে। এছাড়া বছরওয়ারি আয় হবে ৩৮ দশমিক ১ ট্রিলিয়ন ওন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে চাঙ্গা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে আয় বেড়েছে হুন্দাইয়ের। যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি বাজার বিশ্লেষক ক্লিন টেকনিকার প্রতিবেদনে বলা হয়, গত বছর জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন ও স্পেনসহ ইউরোপের ১০ দেশে হুন্দাই ও তার সাবসিডিয়ারি কিয়ার ইভি বিক্রি হয়েছে ৯৬ হাজার ৯৮৮ ইউনিট। এর মাধ্যমে ইউরোপের বাজারে ১০ শতাংশ বাজার হিস্যা তাদের। পশ্চিম ইউরোপের মোট ইভি বিক্রির ৬৪ শতাংশই হয়েছে ওই ১০ দেশে। আলাদাভাবে হুন্দাই ও কিয়ার গাড়ি বিক্রি হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯০৬ ও ৪২ হাজার ৮২ ইউনিট।
২০২১ সালে স্থানীয় বাজারে ১ লাখ ৪০ হাজার ইভি বিক্রি করেছে হুন্দাই। ২০২৬ সালে তা ছয় গুণ বাড়িয়ে ৮ লাখ ৪০ হাজার ইউনিটে নিয়ে যেতে চায় দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। সাবসিডিয়ারি কিয়াসহ হুন্দাই এখন বিশ্বের পঞ্চম বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি।