থাইল্যান্ডের গাড়ি উৎপাদন বেড়েছে
বৃদ্ধি পেয়েছে থাইল্যান্ডের গাড়ি উৎপাদন। ২০২২ সালে দেশটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৮ লাখ ৮০ হাজার ইউনিটে, যা ২০২১ সালের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজ (এফটিআই)।
এফটিআইয়ের অটোমোটিভ ইন্ডাস্ট্রির মুখপাত্র সুরাপং পাইসিতপাত্তানাপং দাবি করেছেন, অভ্যন্তরীণভাবে দেশটিতে যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ট্রাকের বিক্রি বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে রফতানি বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। ডিসেম্বরে গাড়ি নির্মাণ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬০৬ ইউনিট, যা আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৭৫ শতাংশ বেশি। তবে কিছু মডেলের জন্য সেমিকন্ডাক্টরের অপ্রতুলতা ও দেশটির কিছু অংশ বন্যায় প্লাবিত হওয়ার কারণে বিক্রয় ৯ শতাংশ কমে ৮২ হাজার ৭৯৯ ইউনিটে দাঁড়ায়।
এদিকে গত বছরের তুলনায় ডিসেম্বরে গাড়ি রফতানি ১০ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬০৫ ইউনিটে। টয়োটা ও হোন্ডার মতো বিশ্বের প্রথম শ্রেণীর কিছু গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য থাইল্যান্ড আঞ্চলিক কেন্দ্রের ভূমিকা পালন করে। দেশটির অর্থনীতির ১০ শতাংশই আসে শিল্প থেকে।