কাতারের খুচরা বিক্রি ১৮৫০ কোটি ডলার
বিদায়ী বছরে ১ হাজার ৮৫০ কোটি ডলার খুচরা বিক্রির রেকর্ড গড়েছে কাতার। চলতি বছরেও বিক্রিতে ঊর্ধ্বগতি ধরে রেখেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম বিক্রেতা প্রতিষ্ঠান বিএফএল গ্রুপ বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে কাতারে খুচরা বিক্রি আরো বাড়বে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
বাজার বিশ্লেষকরা বলছেন, কাতারে জনসংখ্যা বৃদ্ধি, সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ, প্রবাসীদের উচ্চঘনত্ব ও ধনী লোকের আধিক্য থাকায় খুচরা বিক্রি বেড়েছে। বিশ্বকাপ শুরুর পরই খাতটি উল্লেখযোগ্য উন্নতি করেছে।
বিএফএল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও তৌফিক ক্রেদিয়েহ বলেন, কাতারে ক্রমবর্ধমান খুচরা বাজার ও সম্প্রতি অনুষ্ঠিত মেগা ইভেন্টের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে। ২০২২ সালে দেশটি ১ হাজার ৮৫০ কোটি ডলার খুচরা বিক্রির রেকর্ড গড়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর খুচরা ব্যবসায় আরো উন্নতি ঘটবে। গত বছর ফুটবল বিশ্বকাপের কারণে দেশটির খুচরা ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।