রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
স্টাফ রিপোর্টার
সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।