চীনে জ্বালানি তেল সরবরাহে শীর্ষে সৌদি আরব
আকর্ষণীয় মূল্যছাড়ের কারণে সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে চীন। এর পরও গত বছর দেশটিতে শীর্ষ সরবরাহকারী ছিল সৌদি আরব। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। খবর অয়েলপ্রাইস ডটকম।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, ২০২২ সালে চীন সৌদি আরব থেকে দৈনিক গড়ে সাড়ে ১৭ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। ২০২১ সালের মতো প্রায় অপরিবর্তিতই ছিল আমদানি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ৩১ শতাংশ কমেছে। তবে গত বছর মালয়েশিয়া থেকে আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া থেকে কেনা এসব তেল মূলত ইরান ও ভেনিজুয়েলার। মূলত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে দেশ দুটি মালয়েশিয়ার মাধ্যমে চীনে রফতানি করছে।
চীন জি৭ ভুক্ত দেশগুলোর প্রাইস ক্যাপ চুক্তিতে অংশ নেয়নি। রাশিয়ার তেলের বাজারকে সংকুচিত করতেই এ চুক্তি করেছে উন্নত দেশগুলোর জোটটি। চুক্তির আওতায় রাশিয়া থেকে প্রতি ব্যারেল জ্বালানি তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেয়া হয়েছে। তবে চীন প্রাইস ক্যাপের তোয়াক্কা না করে রাশিয়া থেকে আকর্ষণীয় মূল্যছাড়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে।