বার্ষিক তিন কোটি পর্যটক টানতে চায় মিসর
২০২৮ সালের মধ্যে বার্ষিক তিন কোটি পর্যটক আকৃষ্ট করতে চায় মিসর। দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ ইসা এক ঘোষণায় এ পরিকল্পনার কথা জানান। কভিড-১৯ মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ধুঁকতে থাকা পর্যটন শিল্প চাঙ্গায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মিসর। এর মধ্যে রয়েছে হোটেল কক্ষ বাড়ানো, উড়োজাহাজের আসন সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে পর্যটক অভিজ্ঞতা উন্নয়ন। সোমবার আমেরিকান চেম্বার অব কমার্সে দেয়া বক্তৃতায় আহমেদ ইসা বলেন, কাঙ্ক্ষিত পর্যটক আকর্ষণ করতে চাইলে তিন লাখ হোটেল কক্ষ বাড়াতে হবে, যেখানে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে।
২০২০ সালে পিরামিডের দেশ মিসরে পর্যটক এসেছে ৩৭ লাখ। ২০১৯ সালে এ সংখ্যা যেখানে ছিল ১ কোটি ৩০ লাখ। ২০২১ সালে পর্যটন খাত কিছুটা পুনরুদ্ধার হয় এবং ৮০ লাখ পর্যটক আছে। ২০২২ সালের পুরো উপাত্ত এখনো পাওয়া যায়নি। তবে গত বছরের প্রথমার্ধে ৫০ লাখ পর্যটক এসেছিল। গত কয়েক বছরে পর্যটন থেকে আয় কমেছে মিসরের। করোনার ধাক্কায় ২০২০ সালে পর্যটন খাত থেকে মিসরের আয় হয়েছিল ৪০০ কোটি ডলার। ২০১৯ সালে এ খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৩০০ কোটি ডলার। ২০২১ সালে আয় হয়েছে ৯০০ কোটি ডলার। মিসরে দুই হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে। এর মধ্যে ছয়টি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তা সত্ত্বেও বিশ্বের মাত্র ১ শতাংশ পর্যটন টানতে পারছে মিসর। দ্য ন্যাশনাল