দ. কোরিয়ায় ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ইউএই
দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্র বলছে, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এ বিনিয়োগের ঘোষণা এসেছে। খবর অ্যারাবিয়ান নিউজ।
ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, আমরা দক্ষিণ কোরিয়ার ওপর আস্থা রেখে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দ. কোরিয়ার প্রেসিডেন্টের চার দিনব্যাপী সফরের সময়ে রোববার এ ঘোষণা দিয়েছে ইউএই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইলের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।
বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রেসিডেন্ট ইউনের প্রেস সেক্রেটারি কিম ইউন-হেই জানিয়েছেন, পারমাণবিক শক্তি খাত, প্রতিরক্ষা, হাইড্রোজেন ও সোলার এনার্জি শিল্প খাতের ওপর মূল ফোকাস রেখে বিনিয়োগ বাস্তবায়ন হবে।
দ. কোরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৩ হাজার কোটি ডলারের এ বিনিয়োগ যথাযথ বাস্তবায়নের নেতৃত্ব দেবে সার্বভৌম সম্পদ তহবিল ও মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি।
প্রেসিডেন্ট ইউনের এ সফরে দক্ষিণ কোরিয়া ও ইউএইর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে দ. কোরিয়ার রাষ্ট্রীয় ব্যাংক কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ও আবুধাবির রাষ্ট্রীয় তহবিল মুবাদালার মধ্যে বিনিয়োগসংক্রান্ত একটি চুক্তিও অন্তর্ভুক্ত।